
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। আর বিষয়টি এরইমধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচন কমিশনে সমাধান না পেলে জামায়াত জাতিকে শঙ্কার বিষয়টি জানাবে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বসুন্ধরায় নিজ কার্যালয়ে ইইউ’র নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় জামায়াতের আমির বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২০০ নির্বাচনী পর্যবেক্ষক আসবে নির্বাচনে। জামায়াত সরকার গঠন করলেও তারা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চায়না, সবার জন্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশের মানুষ ৫৪ বছরের রাজনীতির পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন করতে হবে। জামায়াত সংস্কারের ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।
নির্বাচনে দায়িত্ব পালন করবে ৫ লাখ ৫৬ হাজার আনসার-ভিডিপি সদস্যনির্বাচনে দায়িত্ব পালন করবে ৫ লাখ ৫৬ হাজার আনসার-ভিডিপি সদস্য
জামায়াতে ইসলামের নারীদের প্রচারণায় একটি পক্ষ বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
Leave a Reply